মুখের ভাষা বড্ড খারাপ,   কোয়ারেন্টাইনে থাকতে হবে পাঁচ  টিয়া পাখি কে inbound955397578 Full view

মুখের ভাষা বড্ড খারাপ, কোয়ারেন্টাইনে থাকতে হবে পাঁচ টিয়া পাখি কে

সব সময়ে নোংরা কথা। ছোট, বড় জ্ঞানটুকুও নেই। ফলে দর্শকদের সামনে আর রাখার উপায় নেই। ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে পাঁচ টিয়াকে তাই ভাষা শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হল। খারাপ কথা ভুলে ভাল কথা না শেখা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, ভদ্র হবে।

লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে রাখা হবে না। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে।

এই পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিল, এরা একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলে। তবে ঠিক কী ধরনের ‘নোংরা’ কথা এরা বলে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।” এখন অপেক্ষা, কবে এই পাঁচ আফ্রিকান টিয়ার সুশিক্ষা শেষ হবে। তারপরেই ফেরা হবে চিড়িয়াখানায়।

Written by Jaynal Abedin

Related Articles

Leave a comment