মিরসরাইয়ে বাসে সীতাকুণ্ডের তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

মিরসরাইয়ে বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলো-  আশরাফুল ইসলাম (২৩), শাহাদাৎ হোসেন (১৮), রায়হান উদ্দিন রানা (২০),  মো. বেলাল হোসেন (২৩),  মো. ইসমাঈল (৩২), মো. সাগর (২২)। 

বিষয়ট নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির। তিনি বলেন, বুধবার (২৩ জুন) এক তরুণীকে বাসে ও বিভিন্ন এলাকায় নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযোগ পেয়ে শুক্রবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট আটজন জড়িত, ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অপর দুইজনকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। মেয়েটির পূর্ব পরিচিতি রানা নামের একজন বাসের স্টাফ আছে। পরিচিত হওয়ার সুবাদে রানা তাকে ফুসলিয়ে মিরসরাই নিয়ে যায়। এরপর ছয়জন মিলে প্রথমে একটি বাসের ভেতর ধর্ষণ করেন। পরে মিরসরাইয়ের আরও বিভিন্ন জায়গায় জিম্মি করে তাকে আবারও ধর্ষণ করে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top