অল্প বয়সে চুল পড়ে যাওয়ার যন্ত্রণা বলে বোঝানোর মত নয়। ঘরে-বাইরে-বন্ধু মহলে কোথাও মুখ দেখানো যায় না। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। দিন দিন টাক পড়ে যাওয়ার কারণে মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। সমস্যার সমাধানে এখানে ওখানে ছুটোছুটি করার পরও কাঙ্খিত ফল মেলে না। জীবন হয়ে ওঠে বিমর্ষ। তবে এ সমস্যার ঘরোয়া সমাধান দিয়েছেন ভেষজ চিকিৎসকরা।
তাদের মতে, চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে পেয়াজের রস ব্যবহারে অসাধারণ ফল মেলে। গবেষণায় দেখা গেছে, পেঁয়াজে থাকা উচ্চ মাত্রার সালফার চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয়। শুধু তাই নয়, পেয়াজের রস নতুন চুল গজাতেও শতভাগ কার্যকরী।
পেয়াজের রসের আরেকটি উপকার হলো, নিয়িমিত পেয়াজের রস ব্যবহারের ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং এর অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান ত্বককে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।
পেয়াজের রস ব্যবহারের নিয়ম হলো, পরিমান মতো পেয়াজ ব্লেন্ডার করে রস করে নিতে হবে। তারপর ওই রস হাত দিয়ে আস্তে আস্তে চুলের গোড়ায় এবং মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। ত্রিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে।
মাত্র সাতদিন এভাবে পেয়াজের রস ব্যাবহারে পাওয়া যাবে অবিশ্বাস্য ফলাফল।