মাছি তাড়াতে গিয়ে যেভাবে বাড়ির একাংশ উড়িয়ে দিলেন ফ্রান্সের এক ব্যক্তি

সীতাকুণ্ড বার্তা;
ফ্রান্সে এক ব্যক্তি একটি মাছি মারতে গিয়ে নিজের বসতবাড়ির একাংশই উড়িয়ে দিলেন।

আশির মতো বয়স তার। রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন।

ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে শুরু করে মাছিটি। এতে বেশ বিরক্তই হন তিনি।

বিরক্ত হয়ে বাসায় থাকা মশা-মাছি মারবার ইলেকট্রিক র‍্যাকেটটি হাতে তুলে নেন তিনি।

কিন্তু কে জানতো, ঘরের কোনায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশ কিছু পরিমান দাহ্য গ্যাস।

যেই না তিনি মাছিটিকে মারবার জন্য র‍্যাকেটের সুইচ অন করলেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‍্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে।
এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও।

অবশ্য এই ব্যক্তিটি ভাগ্যবান বলতেই হয়, শুধুমাত্র হাত পুড়ে যাওয়া ছাড়া আর তেমন কোন ক্ষতিই হয়নি তার। বলছে স্থানীয় গণমাধ্যম।
ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে।

যাইহোক, মাছিটির ভাগ্যে কী ঘটেছে সেটা অবশ্য জানা যায়নি।

মাছি মারতে গিয়ে ঘর উড়িয়ে দেয়া ব্যক্তিটি এখন রাত কাটাচ্ছেন স্থানীয় একটি ক্যাম্পসাইটে।

আর তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত বসতবাড়িটির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top