মহাসড়কের পাশে ইট বালুর ব্যবসা।

  • সীতাকুন্ড- প্রতিনিধি >>>
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- পৌরসভার শেখপাড়া সংলগ্ন অংশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট-বালুর রমরমা ব্যবসা। ব্যস্ত মহাসড়কটির বিপদজনক এই জোনে যেখানে পথচারীদের হাঁটা-চলা করার কথা, সেই স্থানে জমাট করে স্তুপ করা হচ্ছে ইট-বালু। এছাড়াও পৌরসভার এই অংশটিতে এর আগে বড় ধরণের দুর্ঘটনার ভয়ঙ্কর উদাহরণও রয়েছে। মহাসড়কের পাশে পথচারী যাতায়াতের স্থান দখল করে দীর্ঘদিন ইট-বালুর ব্যবসা চললেও এই বিষয়ে নির্বিকার সংশ্লিষ্টরা। দখলদারেরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়ায় ভয়ে কেউ প্রতিবাদও করেন না। প্রভাবশালীদের জাতাকলে সবাই নীরব।শেখপাড়ার স্থানীয়রা জানান, কারো কাছ থেকে অনুমোদন নিলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত দখল করে এই ব্যবসা একেবারেই বেআইনী। তাদের দাবি- সড়কের পাশে ইট, বালু, সিমেন্ট রাখার কারনে হাঁটতে গিয়ে মহাসড়কে উঠে যেতে হয়। এতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁ সব সময়ই থাকে। তাছাড়া সড়কের এই বালু দ্রুতগতির গাড়ির বাতাসে উড়ে চালক-পথচারীর চোখে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে পৌরমেয়র পদক্ষেপ নিবেন বলে আশাবাদী এই অঞ্চলের সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top