মোঃ জয়নাল আবেদীন:আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন হাজ্বী নুর মোহাম্মদ সওদাগর।তিনি বর্তমানে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন।এর আগে দীর্ঘ ১৫ বছর ধরে ৬ নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি ছিলেন।
৩০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।এ সময় মনোনয়ন ফরম গ্রহণ করেন উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ।
কাউন্সিলর পদ প্রার্থী হাজ্বী নুর মোহাম্মদ সওদাগর বলেন,দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে আমি জড়িত আছি।রাজনৈতিকভাবে আমার বেশ সুনাম রয়েছে।বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি তাই যখন যেখানে প্রয়োজন মানুষের কল্যাণে ছুটে যাই।সে সুবাদে আমার পূর্ব কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে কাউন্সিলর পদে নির্বাচিত করলে জনগণ উপকৃত হবে।উক্ত ওয়ার্ডের জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করবো।বিশেষ করে খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন, এবং তরুণ প্রজন্মের জন্য একটি মিনি স্টেডিয়াম,সরকারী উচ্চ বিদ্যালয়ের সড়কের উন্নয়ন, গরীব ও দুঃস্থদের জন্য শিক্ষার ব্যবস্থা এবং তাদের সহায়তা প্রদান করবো।মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব। মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইনা জনগণের ভালোবাসা ও দোয়ায় আমি অত্র ওয়ার্ডের কাউন্সিলর হলে ন্যায়বিচার নিশ্চিত হবে।মাদ্রাসা,মসজিদ,মন্দিরের বিভিন্ন কাজে সহযোগিতা প্রদান সহ এই ওয়ার্ডকে আধুনিক রুপে গড়ে তোলা হবে।আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের যে ভিশন সে লক্ষ্যে কাজ করে যাবো।আমি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়ার নেতৃত্বে সীতাকুণ্ড ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার চেষ্টা করবো।এছাড়া আমি কাউন্সিলর হই বা না হয় এলাকাবাসীর সুখে দুঃখে সব সময় পাশে থাকব।