মাংস প্রসেসিংয়ে যে নিয়ম মানার কথা ছিল সেটা মানা হচ্ছে না। পাশাপাশি আউটলেটে যে খাবার সাজিয়ে রাখা হয়েছে তার নেই মেয়াদ। এই ভাবেই নিম্মমানের খাদ্য পণ্য বিক্রি করছিলো চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকার মিনা বাজার।
এসব কারণে অভিযান চালিয়ে চট্টগ্রামের অভিজাত এ সুপার শপকে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি সিভয়েসকে জানান, অভিযান চলাকালে কর্মচারীদের স্বাস্থ্য সনদ দেখাতে পারেনি মিনা বাজার কর্তৃপক্ষ, স্বাস্থ্যবিধিও মানা হয়নি। সেই সাথে মাংস প্রসেসিংয়ে নিয়ম না মানা, নিন্মমানের খাবার বিক্রি এবং সাজিয়ে রাখা খাবারে মেয়াদ না থাকায় এ জরিমানা করা হয়েছে।
অন্যদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরের অমরচাঁদ রোড ও ফিরিঙ্গী বাজার এলাকায়। এসময় মাংস বিহীন দিবসে মাংস বিক্রি ও ফুটপাতের ওপর দোকান বসানোয় ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ