এম এস নাদিমঃ-
ভারতের সাবেক এই রাষ্ট্রপতি গত ১০ আগস্ট নয়াদিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান পরদিন প্রণব মুখার্জি কে ভর্তি করা হয় নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে। ডাক্তারদের সিদ্ধান্তে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ ৩১.০৮ ২০২০ ( সোমবার) বিকেলের দিকে ৮৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি, ফুসফুসের সংক্রমণের কারণে সেপটিক শকে ছিলেন তিনি। হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়ার পর পরীক্ষায় মহামারি করোনাভাইরাসও শনাক্ত হয়েছিল প্রণব মুখার্জির। অস্ত্রোপচারের পর থেকেই কোমায় ছিলেন তিনি।