সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি •
চট্টগ্রামের সীতাকুন্ডের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বারামখানার আয়োজনে রিয়েলিটি-শো দি ভয়েস অফ সীতাকুন্ড’ সিজন টু এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে মাহেন্দ্রী সূত্রধর। এতে প্রথম রানারআপ হন ইন্দ্রানী সূত্রধর এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন দ্বিপিতা চৌধুরী । সংগীত অডিশন ভয়েস অফ সীতাকুন্ড’ সিজন টু এর গ্র্যান্ড ফাইনাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। শুরুতে মাসব্যাপী অডিশনে ৭০ জন ক্ষুদে শিল্পী অংশ গ্রহণের মধ্যে থেকে ফাইনালে টপ ৮ প্রতিযোগী থেকে ৬জনকে নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল লড়াই। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী সুরাইয়া বাকের, চট্টগ্রামের সংগীত শিক্ষক অরিন্দম চক্রবর্তী। ফাইনালে বিজয়ীদের মাঝে চেক স্পনসর করেন সফটওয়্যার কোম্পানি টিউলিপ টেক লিঃ যার সিইও সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম মহোদয়ের বড় ছেলে নেটওয়ার্ক ইন্জিনিয়ার মাসুম সামজাদ এবং বিএনএফ কেয়ার এবং হাজ্বী ইউসুফ শাহ এর সৌজন্যে ট্রপি, ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ানকে গোল্ড মেডেল, প্রথম রানারআপকে সিলভার ও দ্বিতীয় রানারআপকে ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়। বারামখানার সভাপতি ইকবাল হোসোন টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিপঙ্কর চক্রবর্তী দীপ্ত ও পাতা দে বৃষ্টির যৌথ পরিচালনায় গ্র্যান্ড ফিনালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকু- পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকু- প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেজাউল করিম বাহার, ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, সীতাকু- সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউছুফ শাহ, কবি দেবাশীষ ভট্টাচার্য, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, পৌর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ উপস্থিত ছিলেন শারমিন আকতার লাভলী, মুন্নী সেন, মোঃ হারুন, গোলাম সাদেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ । অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা