ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল পালিত হবে ঈদুল ফিতর। না হলে পরদিন সোমবার ঈদ হবে। তবে আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি।