বেকারত্ব ঘোছাতে টিউশনি করছে যুবকরা

বেকারত্ব এক ধরনের অভিশাপ ।আর বেকার সময় কাটালে যে কোন মানুষ অলস হয়ে যায় ।অলস ব্যক্তি কে কেউ তেমন পছন্দ করেনা।
তাছাড়া অলস মস্তিষ্ক শয়তানের কারখানা । তাই শয়তানের কারখানা , অলস মস্তিষ্ক , ও অভিশাপ থেকে নিজেকে দূরে রাখছে যুবকরা ।
বেছে নিচ্ছে টিউশন আবার কেউ কোচিং সেন্টার । চাকরির বাজারে প্রতিযোগিতার কাছে হার মানতে হয় লক্ষ লক্ষ যুবক কে ।
তবে এই হারমানাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু বিবেকবান তরুণ জ্বালিয়ে দেয় আলোর মশাল । স্কুল , কলেজ ,
মাদ্রাসার শিক্ষার্থীদের জ্ঞান বিতরণে এই যুবকদের অবদান রয়েছে । টিউশনির পাশাপাশি খুঁজছে চাকরি কেউ করছে ক্ষুদ্র ব্যবসা ।
এই বেকার সময়টাকে কিভাবে কাজে লাগান তারা ।এই ব্যাপারে সীতাকুণ্ড উপজেলার সোবহান বাগ গ্রামে টিউশন মাষ্টার আলাউদ্দিন বলেন,
চাকরির বিকল্প হিসেবে সময়ের সদ্ব্যবহার করতে টিউশনি বেছে নেওয়া । তিনি বলেন বেকাররা চাকরি না পেয়ে হতাশায় ডুবে থাকে ।
সময়টাকে উত্তম কাজে না লাগিয়ে খারাপ কাজে দিন নষ্ট করছে । তাই আলাউদ্দিন বলেন , বেকার সময়ের আসল বন্ধু টিউশনি করা ,
কোচিং সেন্টারে শিক্ষা প্রদান করা । শ্রমশক্তি জরিপ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে উঠে এসেছে সারাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার ।
চাকরির এই বাজারে টিকতে না পেরে, অনেক যুবক ভিন্ন পথ অবলম্বন করছে।তবে কিছু সচেতন যুবক উদ্যোগতা হওয়ার চেষ্টা করছে ।
প্রত্যয় কোচিং সেন্টারের শিক্ষক এম কে মনির বলেন, সময়ের মূল্য অনেক বেশি তাই সময়টাকে কাজে লাগানো উচিত ।
সে সময় ব্যয় হোক টিউশনি বা কোচিং সেন্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top