বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম ও পৌরবাসির আশা আকাঙ্খা

মোঃ জয়নাল আবেদীন:চট্টগ্রামের উপশহর সীতাকুণ্ডের একটি ব্যস্ততম শহর হিসেবে পরিচিত।সীতাকুণ্ডের শিল্প কারখানা ও বাণিজ্যের দিক দিয়ে সারাদেশে সীতাকুণ্ডের বেশ খ্যাতি রয়েছে।সীতাকুণ্ডের এই খ্যাতির পিছনের একটি কারণ বিবেচনা করা হয় বিভিন্ন জনপ্রতিনিধির উন্নয়নের চিত্র।বিশেষ করে সীতাকুণ্ড পৌরসভার উন্নয়নে পূর্ব এবং বর্তমানে মেয়রের ভুমিকা অপরীসীম।যুগের পরিক্রমায় দিন দিন মানুষের প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে।দেশ ও সমাজের অধিকাংশ শিক্ষিত হওয়ার কারণে জিবন যাত্রার মান উন্নয়নে পিছিয়ে নেই।যত উন্নত হচ্ছে তত চাওয়া পাওয়ার কমতি নেই সাধারণ মানুষের।তবে তাদের এই চাওয়া পাওয়া নানা প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয় যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসে।২৮ ডিসেম্বর হতে যাচ্ছে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন।নির্বাচনকে কেন্দ্র করে এই পৌরসভায় এক ডজন মেয়র প্রার্থী প্রার্থীর আত্মপ্রকাশ ঘটেছে।এক ডজন প্রার্থীর ভিড়ে রয়েছে বর্তমান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।তিনি পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করার পর থেকে সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন সড়কের চিত্র পাল্টাতে থাকে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কার্পেটিং,আর সিসি ও ব্রিক সলিং দ্বারা সড়ক নির্মাণ, রিটেইনিং ওয়াল,গাইড ওয়াল,ড্রেন নির্মাণ,স্ট্রিট লাইট স্থাপন ও সীতাকুণ্ড পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ অন্যতম। তিনি পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দাতা সংস্থা এমজিএসপি, উন্নয়ন সহায়ক তহবিল এডিপি, ও নগর অব কাঠামো আইইউআইডিপির অধীনে প্রায় ৩২ কোটি টাকার কাজ সম্পন্ন করেছেন।বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলমের একের পর এক জনকল্যাণ মুখী কাজ সাড়া ফেলেছে উপজেলার বিভিন্ন স্থানে।মসজিদ,মন্দির, এতিমখানা, স্কুল ও মাদ্রাসায় অনুদান প্রদানের ক্ষেত্রে বর্তমান পৌর মেয়রের অবদান অনস্বীকার্য।সীতাকুণ্ড পৌরসভার ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম দেখে দিন দিন জনতার প্রত্যাশা যেন বেড়েই চলেছে।পাঁচ বছরে ক্ষমতায় আসার পর বিচারিক ক্ষেত্রে যিনি ন্যায়ের পথে ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেননি।আর এসব কর্মকাণ্ডের জন্য দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পিছু লেগেছে অশুভ শক্তি এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সব বাঁধা অতিক্রম করে পৌরবাসীর আশা আকাঙ্খা হচ্ছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম পুনরায় নির্বাচিত হোক এবং সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top