বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের জনতা

মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এক ডজন মেয়র প্রার্থীর ভিড়ে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রতিক পেলেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

২৮ নভেম্বর শনিবার সীতাকুণ্ড পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক মনোনীত হয়েছেন।দলীয় প্রতীক নৌকা পেয়েছেন এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে সাধারণ জনতা আনন্দ উল্লাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।একাত্তরের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম পুনরায় নৌকা মার্কার প্রার্থী নির্বাচিত হওয়ার কারণে অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন সমূহ। ফেসবুক জগৎ মূহুর্তে সরগরম হয়ে উঠে এবং নীরব জয়ের ধ্বনি সীতাকুণ্ডের অলিগলিতে বেজে উঠেছে।

পৌরবাসী বলেন: সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের সভাপতি একাত্তরের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক মনোনীত হয়েছেন এটা আমাদের সৌভাগ্য। সীতাকুণ্ড পৌরসভাকে আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে দ্বিতীয় বার সুযোগ দেয়া হয়েছে এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চির কৃতজ্ঞ থাকব।উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সমাজ চিত্র পাল্টে দিতে মেয়রের বদিউল আলমের বিকল্প নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top