বর্জ্য ব্যবস্থাপনা শিখতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন চট্টগ্রামের তিন পৌর মেয়র

উন্নত বিশ্বে সবজি, শস্য, নির্মাণ বর্জ্য, পশু বা মানুষের হাড়সহ কিছু অংশ, কাগজ পণ্য, প্লাস্টিক, রাবার, চামড়া, ধাতু, গ্যাস, সিরামিকস, কাঠ, ঘাস, পাতা, বস্ত্র, পাট, ওষুধ ও রাসায়নিকের মতো কঠিন বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা হয় তা দেখতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন চট্টগ্রামের রাউজান, সীতাকুণ্ড ও ফটিকছড়ি পৌরসভার মেয়র। 

আগামী ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত তাদের এ ভ্রমণে যাওয়ার কথা রয়েছে। ১০ দিনের এই বিদেশ সফরে তারা যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভ্রমণ করবেন বলে জানা গেছে। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়েছে।

যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে ১০ দিনের দীর্ঘ সফরে অর্জিত অভিজ্ঞতা নিজেদের পৌরসভাগুলোতে কাজে লাগানোর কথা বলা হচ্ছে।সুইজারল্যান্ডের একটি গ্রামে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র।

সুইজারল্যান্ডের একটি গ্রামে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র।

জানা গেছে, দেশের পৌরসভাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। এর মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ। কঠিন বর্জ্য মূলত সবজি বা শস্য, নির্মাণ বর্জ্য, পশু বা মানুষের হাড়সহ কিছু অংশ, কাগজ পণ্য, প্লাস্টিক, রাবার, চামড়া, ধাতু, গ্যাস, সিরামিকস, কাঠ, ঘাস, পাতা, বস্ত্র, পাট, ওষুধ ও রাসায়নিককে ধরা হয়ে থাকে। এসব কঠিন বর্জ্য উন্নত বিশ্বে কীভাবে ব্যবস্থাপনা করা হয় তা দেখতে তিন ধাপে কমপক্ষে ৬০ থেকে ৬৫ জন যাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে। প্রথম ধাপের এই সফরে ২২ জনের মধ্যে স্থানীয় সরকার বিভাগের তিন পদস্থ কর্মকর্তা, দুই প্রশাসনিক কর্মকর্তা, ১৬ মেয়র ও এক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন। ১৬ মেয়রের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, রাউজানের মেয়র জমির উদ্দিন পারভেজ, ফটিকছড়ির মো. ইসমাইল হোসেনও রয়েছেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এটা মূলত উৎসাহ দেওয়ার জন্য ভ্রমণ। যারা বিদেশে যাবে তারা উন্নত দেশ দেখে তাদের কিছু অভিজ্ঞতা হবে; নিজ দেশের প্রতি দায়িত্ব ও প্রেম বাড়বে।’

তিনি বলেন, ‘আমাদের ৩২৮টি পৌরসভার মধ্যে সবাইকে তো বিদেশ পাঠানো সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া পৌরসভাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কিছু কাজের মানদন্ড নির্ধারণ করা হয়েছে। তারাই এ ভ্রমণের সুযোগ পাচ্ছে।’

একই বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (প্রশাসন-১) একেএম মিজানুর রহমান বলেন, ‘তিনটি ধাপে পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিদেশ সফর অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২ জনের অফিস আদেশ জারি হয়েছে। বাকি দুটি ধাপে আরও লোকজন যাবে। তবে কোন ক্যাটাগরির পৌরসভা থেকে লোকজন যাচ্ছে তা আমি বলতে পারছি না।’


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *