বিএন্ডএফ কেয়ারের আয়োজনে স্মাট কৃষি প্রশিক্ষনের সূচনা

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি


বিএন্ডএফ কেয়ারের আয়োজনে স্মাট কৃষি প্রশিক্ষনের সূচনা

আধুনিক কৃষি সম্প্রসারনে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিএন্ডএফ কেয়ারের উদ্যাগে  আয়োজন করা হয়েছে ‘স্মাট কৃষি প্রশিক্ষন’র আয়োজন।

মঙ্গলবার বিকাল ২ টা সময় সীতাকুণ্ড উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসার ‘হল অডিটোরিয়ামে উপজেলা কৃষি উপ-সহকারী নাজীম উদ্দীনের সঞ্চালনায় ও বিএন্ডএফ কর্পোরেট ফাউন্ডার চেয়ারম্যান মো: মহিউদ্দিন বদ্দা চৌধুরি সভাপতিত্বে

এই প্রশিক্ষন কর্মসূচির সূচনা করা হয়।বিশ দিন ব্যাপি  চার টি গ্রুপে  এতে স্মাট কৃষি প্রশিক্ষনের মাধ্যমে সীতাকুণ্ডের তরুণ শিক্ষিত যুবকদের কৃষিকাজের আওতায় এনে দেশের অর্থনৈতিক অবদান রাখতে সহায়ক হবে।

 স্মাট কৃষি প্রশিক্ষন সূচনা অনুষ্ঠীনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রব্রতী,  বিশেষ অতিথি তরুণ উদ্যাগক্তা মাহমুদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএন্ডএফ কেয়ারের জোনাল ম্যানেজার আশরাফুল আলম, গণমাধ্যমের ব্যাক্তিবর্গ সহ প্রশিক্ষনপ্রাপ্তিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top