মোঃ জয়নাল আবেদীন,সীতাকুন্ড প্রতিনিধি:বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ১৪০ তম সভায় ফাউন্ডেশনের আর্টিকেল অব এসোসিয়েশনের ৫.২ (|||) বিধান মতে সহযোগী সংস্থাসমূহের মধ্য হতে ফাউন্ডেশনের সাধারন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলেন সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উদ্যোগে টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনের কার্যক্রমের উন্নয়ন অগ্রযাত্রা গতিশীল রাখা ও বাংলাদেশের সামাজিক উন্নয়নে মানসম্পন্ন কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানকে পরবর্তি দুইবছরের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে ।