বার্তাঃ বাঁশবাড়িয়া ইউনিয়নের সকল ইমাম-মোয়াজ্জেমকে ইফতার-সেহরি ও ঈদ উপহার প্রদান করেছে মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে উপহার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক সও, আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সও, কামরুজ্জামান, মুন্সি কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, পেয়ার আহম্মদ, মোঃ নবী। বাঁশবাড়ীয়া ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দীন, মোঃ রাশেদ, সেলিম উদ্দীন, সফিউল আলম, আওরঙ্গজেব, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন টিটু, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দীন চৌধুরী আদিল, ছাত্রলীগ নেতাঃ সজিব, রায়হান, রিয়াদ, ফাহিম, মুন্না প্রমুখ।
এর আগে ঐদিন সকালে কুমিরায়ও ইমাম-মোয়াজ্জেমদের ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সূত্রঃ সীতাকুণ্ড টাইম