বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলায় জামায়াত নেতা সহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক আটক

জয়নাল আবেদীন, সীতাকুণ্ড:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মামলায় জামায়াত নেতা সহ কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক কে কারাগারে পাঠিয়েছে আদালত। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছয় জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াতের নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য আ. ন.ম শামসুল ইসলাম সহ ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

১ সেপ্টেম্বর (২০২০) মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন।

মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।পরে আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামীরা হলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবুর রহমান,ড. কাউসার আহমেদ, শফিকুল ইসলাম ও নিজাম উদ্দিন, অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম শামসুল ইসলাম।

উল্লেখ্য: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ২৯ জানুয়ারি সকাল দশটায় এই ৬ আসামীর ইন্ধনে ছাত্রশিবিরের ৭০ জন ক্যাডার ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top