নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৩
প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের উচ্ছাস
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রার্থিতা ফিরে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। মানুষের ভালোবাসায় বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবেন বলে আশাবাদী তিনি।
রবিবার (১০ ডিসেম্বর) আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে এমন উচ্ছাস প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে গত ৬ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করি। সেখানে আজ (রবিবার) আপিল শুনানি শেষে আমার প্রার্থীতা ফিরিয়ে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মনোনয়ন বাতিল ঘোষণার পর আপিলের সুযোগ ছিল। আপিল করে এবং নির্বাচন কমিশন (ইসি) যাচাই-বাছাইয়ের মাধ্যমে আপিল শুনানি শেষে উনার (গিয়াস) প্রার্থীতা ফিরিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী, সুষ্ঠু ও জনসম্পৃক্ত ভোটের মাধ্যমে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।’
এর আগে, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে গত ৬ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ ৩ হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০জন ভোটার সম্পর্কে যাচাই-বাছাই করা হয়। তারমধ্যে ৩ জন ভোটার দেশের বাইরে থাকার অভিযোগ দেখিয়ে গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।