প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক।
তিনি জানান, ২০২১ সালে কলাগাছ থেকে তন্তু উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এজন্য জেলার ৬৩টি গ্রামে সমীক্ষা করে ৯টি পাড়া ও গ্রামকে নির্বাচন করা হয়। সেই অনুযায়ী কাজ করতে বেশ কয়েকজনকে প্রশিক্ষণও দেওয়া হয়। পরে একই বছরের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তন্তু উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। প্রতি কেজি তন্তু উৎপাদনে পাঁচটি কলাগাছের প্রয়োজন হয়। প্রথমদিকে নারীদের স্যান্ডেল, গয়না, কলমদানি, পাপস ও শোপিজ তৈরি হতো। যা নীলাচলে ব্র্যান্ডিং বান্দরবানের স্টলে পাওয়া যেত।
জেলা আরও জানান, এই কলাগাছে সুতাটি আসলে একটু অমসৃণ। কিছু স্থানীয় পদ্ধতি কাজে লাগিয়ে গরম পানি, ইস্ট ইত্যাদি দিয়ে মসৃণ করেছি। আরও মসৃণ করার জন্য এটা নিয়ে গবেষণা দরকার। এটাকে কিভাবে মসৃণ করা যায়— তার জন্য আমরা বুটেক্সকে চিঠি দিয়েছি, আমরা বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।