প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ (সীতাকুণ্ড শাখা, চট্টগ্রাম) কার্যক্রম মিটিং সম্পন্ন

শেখ নাদিম, বার্তা প্রতিনিধিঃ

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় কোরআন তেলোয়াত করেন প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক গোলাম সাদেক।

সঞ্চালনা করেন সংগঠন দপ্তর সম্পাদক আবুল খায়ের শিমুল ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড শাখার স্বপ্নদ্রষ্টা মোঃ জিল্লুর রহমান শিবলী। সভায় উপস্থিত ছিলেন প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সোহেল, সদস্য মোঃ ইলিয়াস, সদস্য মোঃ ইউনুস, সদস্য জাওয়াজ উদ্দিন সানিম, সদস্য মোঃ মহিন , সদস্য আরাফাত আতিফ, সদস্য এস. এম নাদিম সদস্য মোঃ রাকিব মুজুমদার, সদস্য মোক্তার হোসাইন সাইমন, সদস্য মুনেম মেহতাব, সদস্য মোঃ আকবর হোসাইন, সদস্য মোঃ মাহিন , সদস্য মোঃ শাওন, সদস্য মোঃ রুবেল সভায় বক্তারা বলেছেন সামাজিক ও মানবিক সংগঠন এ কাজে নিজেকে জড়িত রেখে একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখাতে এবং অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের কল্যানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সকল সেচ্ছাসেবক কে। তারুণ্যের দূর্বার উদ্যম নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলছে নতুন শক্তির বাংলাদেশ! নতুন আগামীর গঠন করার স্বপ্ন নিয়ে কিছু স্বপ্নবাজ তরুণদের নিয়ে সচেতনতার লক্ষ্যে এগিয়ে চলা অন্যতম মাধ্যম সামাজিক সংগঠন প্রথমপ্রহরফাউন্ডেশন । নিরক্ষর ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রথমপ্রহরপাঠশালা ও প্রথম প্রহর পাঠাগার একটি সামাজিক ও মানবিক সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ।

আজকের সভার আলোচ্যসূচি ছিল:
১.২০২১-২০২৩ এর নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা।
২.এই মাসের কর্ম পরিকল্পনা
৩.সাংগঠনিক কাঠামোর পরিচিতি
৪. সংগঠনকে সৃজনশীলতার মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায় ও কর্ম পরিকল্পনা। আরো অন্যান্য।

সর্বশেষ উক্ত প্রোগ্রামের সীতাকুণ্ড শাখার স্বপ্নদ্রষ্টা মোঃ জিল্লুর রহমান শিবলী
সমাপনী বক্তব্য প্রদান করেন এবং প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top