প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে ।
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে চট্টগ্রাম অঞ্চল। কেননা এখানে বিমান বন্দর ও নৌবন্দর রয়েছে। তাই চট্টগ্রামে প্রশাসনের নজর রয়েছে ভীড় করা স্থানগুলোতে। তাছাড়া অসচেতন প্রবাসীদের কারনে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বাংলাদেশে । যদিও অন্য দেশের তুলনায় বাংলাদেশে ভাইরাসটি তেমন সুযোগ করতে পাচ্ছে না।
৩ এপ্রিল শুক্রবার আজ চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর তা শনাক্ত করা হয়। বর্তমানে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে শুক্রবার ৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনের রিপোর্ট পজেটিভ আসে। বাকিদের কারও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।