এই প্রথমবার সীতাকুন্ডের কোন সন্তান বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইংল্যান্ডের জনপ্রতিনিধি / কাউন্সিলর নির্বাচিত …
বাংলাদেশের গন্ডি পেরিয়ে এই প্রথমবারের সীতাকুন্ডের কোন সন্তান ইংল্যান্ডের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হলেন। সম্প্রতি ইংল্যান্ডের সমেরসেট সিটির স্থানীয় নির্বাচনে হলিরুড ওয়ার্ডে চার্ড টাওন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সীতাকুন্ডের সন্তান শাকিল হাসান। তার বাড়ি সীতাকুন্ড উপজেলার ০১ নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের সাম্মাজি বাড়ি। মরহুম শামসুল হুদা ও এস এম শেফালী হুদা দম্পতির তিন সন্তানের মধ্যে মেজো সন্তান শাকিল হাসান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করছেন, তার বড় ভাই বদরুল হুদা শিমুল সৈয়দপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং ছোট ভাই কামরুল হুদা সীতাকুন্ডের তরুণ ব্যবসায়ী। শাকিল হাসান সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের ছাত্র বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। সীতাকুন্ডের সন্তান শাকিল হাসান ইংল্যান্ডের মত একটি উন্নত দেশে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়াই সেদেশে বসবাসরত সীতাকুন্ডবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শুধু সীতাকুন্ডবাসীরাই নয় লন্ডনে বসবাসরত বাংলাদেশিরাও তার জয়ে উল্লাসিত এবং গর্বিত। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে হাই কমিশন সহ গুরুত্বপূর্ণ অনেক সেক্টরে বাংলাদেশী কর্মজীবী থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ঘটনা বিরল। শাকিল হাসানের কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে সীতাকুন্ডবাসীরাও আনন্দে উল্লাসিত।