মোঃ জয়নাল আবেদীন,
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলায় প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম।
এসময় উপজেলার মুন্সী সাদেক আলী চৌধুরী বাড়ি সড়ক, কুমিরা স্মৃতি স্তম্ভ, কুমিরা কাজীপাড়া সড়ক, সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার মুকিম আফজাল সড়ক, কুমিরা সন্দীপ ফেরীঘাট, বাঁশ বাড়িয়া কাছিয়ারপাড় ফেরীঘাট, বাড়বকুণ্ড স্মৃতি স্তম্ভ কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন।
প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, সচিব মোঃ রবিউল হাসান, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।