সীতাকুণ্ড বার্তা:-
১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির এ কে এম মসিউদ্দোলার সভাপতিত্বে ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ডা রফিকুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর পেনেল মেয়র হারাধন চৌধুরী বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পৌর কাউন্সিলর মফিজুর রহমান,শফিউল আলম মুরাদ,শাহ আলম মেম্বার,কাউন্সিলর জুলফিকার আলি শামিম,দিদারুল আলম এপোলো,কাউন্সিলর ফজলে এলাহি পায়েল,কাউন্সিলর কামরুননাহার কাকলী,সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী,নাসিরউদ্দিন ভুঁইয়া,সুনির্মল সেন লিটন,অফিস সহকারি সুজিত পাল সহ দশম কার্যকরী কমিটির সভাপতি,সাধারন সম্পাদক,সম্পাদকবৃন্দ ও সকল সদস্যবৃন্দ।
অতিথিদের দিকনির্দেশক বক্তব্যের শেষে কমিটির প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম দশম কার্যকরী কমিটির ১৭ জন নির্বাচিতো প্রতিনিধিবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন এবং শপথ বাক্য পাঠ করান।
শপথ নিয়েছেন নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাহার,সাধারন সম্পাদক বেলাল হোসেন,সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি গৌরাঙ্গ বনিক,সহ সাধারন সম্পাদক হানিফ মো আকিব,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহেল,অর্থ সম্পাদক মো কামাল,প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক মাসুদ চৌধুরী,সহ দপ্তর নাসিরুদ্দিন,সমাজ কল্যাণ সম্পাদক কামরুল আলম,ক্রীড়া সম্পাদক রায়হানুজ্জামান চৌধুরী নাহিদ,১ নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম,২ নং সদস্য মো ইউসুফ আলী,৩ নং সদস্য মো বেলাল হোসেন,৪ নং সদস্য মো ইত্তেফাক উদ্দীন,৫ নং সদস্য মো আলাউদ্দিন।