পূর্ণাথীদের তিনদিন শেষে মেলায় স্থানীয়দের ভীড়।
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি
সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় আত্মশুদ্ধি লাভের আশায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির আসেন।ব্যসকুন্ডে স্নান করেন ছোট বড় সকল বয়সী ।পূর্ণাথীদের এই তিনদিন শেষে মেলায় হাজার হাজার স্থানীয়দের ভীড় । রং বেরঙের কাঁচের চুড়ি , খেলনা , ট্যাটু স্টিকার , ফুচকার দোকান , বগুড়ার দই, হরেক রকমের আচার , কাপড় চোপড় , ক্রোকারিজ সামগ্রী কিনতে ক্রেতাদের পদচারণায় মুখরিত সীতাকুণ্ড কলেজ রোড।যুবক যুবতী ছাড়াও মেলায় এসেছে শিশু থেকে বৃদ্ধ বয়সের লোক । বইয়ের স্টল ঘিরে আছে গল্প, কবিতা , সাহিত্যিক প্রেমীরা ।রেল স্টেশনের পরিবেশের সাথে যেনো এক অন্যরকম অনুভুতি সকলের জন্য।