নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে মোঃ রুবেল(২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার(১৫ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার পৌরসভার শেখ পাড়া এলাকায় ইলিয়াস মঞ্জিলে এঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করেছে। রুবেল বারৈয়ারহাট-চট্টগ্রাম রোডে চলাচলকারী বাস চালক।
জানাযায়, পারিবারিক অস্থিরতার কারণে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রুবেল। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে জানালে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেল পৌরসভার শেখ পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকলেও সে খাগড়াছড়ির রামগড় থানার ফাজেলপুর গ্রামের দিদারুল আলমের পুত্র।
এব্যাপারে মডেল থানার এসআই হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে এক যুবককে উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরন করলে ডাক্তার তাকে মৃত বলে জানান। ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রঃ voice24