পরিবেশ দূষণের দায়ে জিপিএইচকে গুণতে হলো অর্ধলক্ষ টাকা জরিমানা IMG_20200228_002632 Full view

পরিবেশ দূষণের দায়ে জিপিএইচকে গুণতে হলো অর্ধলক্ষ টাকা জরিমানা

 

এম কে মনির, সীতাকুণ্ড, চট্টগ্রাম

পরিবেশ অধিদপ্তরের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণ ঘটানোর দায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়াস্থ জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের অাঞ্চলিক কার্যালয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণের অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোম্পানী পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে পরিবেশ দূষণের অপরাধ করেছে।

এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীতে উক্ত প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য এর আগেও গেলো বছরের (০১ জুলাই) পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি করায় জিপিএইচ ইস্পাত লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছিল পরিবেশ অধিদপ্তর।

Written by Nahid Chowdhury

Leave a comment