নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। রাজধানীর মিরপুর- ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (উত্তর বিভাগ) উপ-পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত পুলিশ সদস্যের নাম শাহ আব্দুল কুদ্দুস (৩১)। তিনি নায়েক হিসেবে কর্মরত ছিলেন। মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন। ভোর সোয়া ৫টার দিকে তিনি অস্ত্রগার থেকে অস্ত্র নিয়ে ডিউটির জন্য বের হন। পরে পুলিশ লাইনের মাঠের এক পাশে দাঁড়িয়ে আত্মহত্যা করেন।
ওসি আরও জানান, ‘মৃত্যুর আগে ওই পুলিশ সদস্য ফেসবুকে লিখেছেন তার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আবার লেখার ভেতরে তার বউ শাশুড়ির নামে বিভিন্ন কথা লিখেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।