সীতাকুণ্ড প্রতিনিধি: নিখোঁজের চারদিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার সাংবাদিক গোলাম সরওয়ার। চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলি থেকে ৪ দিন আগে তিনি নিখোঁজ হন।
আজ ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে খবর দিলে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরওয়ার কে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার তদন্ত ওসি সুমন বণিক।