নগরের জিইসি মোড়ে বিচারককে মারধর, আটক ৪

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় এক বিচারককে মারধরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রানা মর্তুজা (৪৫),শিশির মাহমুদ (৪০),মাছুমা সুলতানা (৩৫), জিদান সুলতানা (২৮)।

পুলিশ জানায়, নগরের জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে রাত ১০টায় হেঁটে যাওয়ার সময় বিচারককে ধাক্কা দেয় রানার গাড়ি। এর প্রতিবাদ করলে রানা গাড়ি থেকে নেমে বিচারককে ঘুষি মারেন। ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ৪ জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান সিভয়েসকে বলেন, জিইসি মোড় এলাকায় কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক ওলি উল্লাহকে একটি গাড়ি থেকে নেমে ৫ জন মারধর করেন। পাঁচজনের নাম উল্লেখ করে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্য থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আরেক আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top