ধোনির বদলি খুঁজে দিলেন শোয়েব

বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহেন্দ্র সিং ধোনি। এদিকে, ধোনির পরিবর্তন খুঁজতে হয়রান ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ধোনির জায়গায় ঋষভ পন্তকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বেশ কিছু ম্যাচ খেলিয়েছে ভারত। কিন্তু সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারছেন না পন্ত ।

মূলত ধোনি যেভাবে ইনিংসের শেষভাগে নেমে ব্যাটে ঝড় তুলতেন সেই ভূমিকা পালন করতে পারছেন না পন্ত। উইকেট কিপিংয়েও মাঝে মধ্যে মিস করছেন। এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক গতি তারকা পন্তকে নয় ধোনির পরিবর্তে বললেন অপর দুই ক্রিকেটারের নাম।

নাম দুটি শোয়েবের মুখেই শুনুন, ‘আমার মনে হয় ভারত ধোনির পরিবর্তন খুঁজে পেয়েছে। মানিশ পাণ্ডে ধোনির জায়গায় পুরো ফিট। সঙ্গে শ্রেয়াস আয়ারও কমপ্লিট প্লেয়ার। দুজনই ভারতীয় ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াচ্ছে। দুজন প্রচুর আইপিএল ম্যাচ খেলেছে। ওরা জানে কীভাবে চাপ সামলাতে হয়।’

গত বিশ্বকাপে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ধোনি। বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখাই যায়নি ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ককে। কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top