ধর্ষণের অভিযোগে মামলা, সীতাকুন্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাজ্জাদ হোসেন ( ২৮ ) নামে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মডেল জানান , তাঁর কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ মামলা দায়ের হয়েছে ।

গতকাল ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সীতাকুন্ড থানায় ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন,কিশোরীর মা নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিল পাড়া এলাকার মো . শামসুল হকের পুত্র সাজ্জাদ হোসেন ।

সে পড়ানোর সুযোগে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে । বিয়ে করবে বলে সাজ্জাদ ইচ্ছার বিরুদ্ধে কিশোরীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে । এদিকে বিয়ের প্রস্তাব দিলে সাজ্জাদ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে পড়ানো বন্ধ করে দেয় । সাজ্জাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখাতে থাকে ।

এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করলে পালিয়ে যায় । বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড- থানার ওসি ( তদন্ত ) সুমন বণিক বলেন , সাজ্জাদ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top