দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি।’

‘দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই। দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই। ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি।

শনিবার (২২ এপ্রিল) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের সব উন্নয়ন অগ্রগতি তছনছ করে দেবে। দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

শেখ হাসিনা আরও বলেন, প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না আমার কাছে। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।

সরকারপ্রধান বলেন, পরপর কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক। সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে সেই দোয়াই করি। বিত্তবানরা দুঃস্থদের পাশে দাঁড়ালে কেউ কষ্টে থাকবে না। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top