দেশজুড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ

দেশজুড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ

মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে আজ বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে দুপুর আড়াইটার দিকে শুরু হবে। এরপর শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

রাজধানীর পাশাপাশি সারা দেশে একযোগে এ বিজয় শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top