মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: ১৭ অক্টোবর (২০২০) শনিবার সন্ধ্যা ৬ টায় সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া র বাসভবনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলীয় শৃঙ্খলা সু দৃঢ় করণ ও আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা উচিত আমাদের। দলের দুর্দিনে যারা মাঠে ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন তাদের আত্বত্যাগ ভুলা সহজ নয়। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে বলেন, সীতাকুণ্ড পৌর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।কেননা সীতাকুণ্ডের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মূল সভা বা সমাবেশ গুলো পৌরসভার মধ্যে হয়। তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ তথা সীতাকুণ্ড পৌর মেয়র দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা উপজেলা নেতৃবৃন্দ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং বিভিন্ন ওয়ার্ডের পুরুষ / মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।