ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাল ভোরে দেড় ঘণ্টা গাড়ি চলবে না

আগামীকাল শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকবে বলে জানান সড়ক ও জনপদ (সওজ) বিভাগ চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।
সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।

প্রকৌশলী পিন্টু বলেন, “ফুটওভার ব্রিজে ডেকবিম বসানো হবে। নিচ থেকে ওপরে তোলার সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুই পাশের রাস্তা বন্ধ রাখা হবে। এতে দেড় ঘন্টা সময় লাগতে পারে।”
যেখানে রাস্তা আটকে দেওয়া হবে, সেখানে পুলিশ ও সংশ্লিষ্ট সব বিভাগের লোকজন সহযোগিতায় থাকবেন বলে জানান তিনি।
সড়ক বন্ধ থাকলে জনসাধারণের চলাচলের যে সাময়িক অসুবিধা হবে, সেজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে সড়ক ও জনপথ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top