চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবিতে নিখোঁজ মো. জাহিদ বারি (২৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে চায়না ৩নম্বর জেটির কাছাকাছি একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজের স্বজন এনায়েত উল্লাহ তার লাশ শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, জাহিদ বারি নামের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তার মামাতো ভাই মরদেহ শনাক্ত করেছেন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।