চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নুসরাত নামের নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গত ১৩ অক্টোবর শিশুটি হাসপাতালে ভর্তি হলে ওইদিনই মারা যান। যদিও এ বিষয়ে সিভিল সার্জন কর্তৃপক্ষ জানিয়েছেন একদিন পর।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের টেকনিশিয়ান সৈয়দ মো. মঈন উদ্দিন বলেন, গত ১৩ তারিখে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় মাসের এক শিশু মারা যায়। এরমধ্যে নতুন করে আরও ৮৩ জন আক্রান্ত হয়। তারমধ্যে হাসপাতালে ভর্তি রোগী ৭৭ জন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন।’