ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। একে একে এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়িয়েছে ৬৫ জনে। এ ছাড়া ডেঙ্গু জ্বরে কাবু হয়ে নতুন করে হাসপাতালে ঠাঁই নিয়েছেন ১২৪ জন। আগে থেকেই হাসপাতালে ভর্তি আছেন ২০৫ জন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৯ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৫ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৩ জন ভর্তি রয়েছেন।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩৪৮ জন।