ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু চট্টগ্রামে, আক্রান্ত ৮৪

ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু চট্টগ্রামে, আক্রান্ত ৮৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। টানা তিনদিন ডেঙ্গুতে মৃত্যুহীন দিনের পর এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে। এর আগে গত তিন আগস্ট এক নারীর মৃত্যু হয়েছিল। সোমবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৭ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং ৬ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ১৯ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।


প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তা জানা যায়নি। ওই নারী গত রোববার (৬ আগস্ট) হাসপাতালে ভর্তি হন। সোমবার (৭ আগস্ট) তার মৃত্যু হয়েছে।


চলতি বছর চট্টগ্রামে মোট ৩ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৩ হাজার ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


চলতি আগস্টের সাতদিনে ৬৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাইয়ে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই সংখ্যাটা ২ হাজার ৩১১ জনের। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন এবং জুনে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।


চলতি বছর মারা যাওয়া ২৮ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ১৪ জন, ৬ জন পুরুষ এবং ৮ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসের সাতদিনে তিনজন মারা গেছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top