চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে প্রাইম ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছি তা জানা যায়নি। পুলিশও নিশ্চিত হতে পারেনি এ ঘটনা কারা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, ‘গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনের মেইন রোডের পাশে গাড়িটি পার্কিং করা ছিল। এ মিনিবাসটি কে স্কয়ারে বরযাত্রী এনেছিল। তবে যাত্রীরা সেখান থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পরই গাড়িতে হঠাৎ আগুন জ্বলতে থাকে। কে বা কারা আগুন লাগিয়েছে কেউ দেখেনি।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে মোবিলাইজার কপিল উদ্দিন জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়ানো একটি মিনিবাসে (চট্টমেট্রো-চ ১১-০৮৯৭) কে বা কারা আগুন লাগিয়ে দেয়। রাত ৯টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যায়। পরে আগুন নেভানো হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।