জায়েদ কিংবা নিপুণ কেউই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকছেন না।
বুধবার এই পদের ওপর স্থিতাবস্থা জারি করে শুনানির জন্য আপিলের ফুল বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে রোববার এ বিষয়ে শুনানি হবে। ওই দিন পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কেউ থাকবেন না।
আদালতে অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।
অন্যদিকে অভিনেতা জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আহসানুল করিম।