মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় শিপ ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক বগুড়া জেলার গাবতলী থানার হাটকর্মজা চতরাদিকা ইউনিয়নের আসালাত মন্ডলের পুত্র বলে জানা যায়।
আজ ১৪ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় আরেফিন এন্টারপ্রাইজ নামের একটি শীপ ইয়ার্ড প্রতিষ্ঠানে জাহাজের উপর থেকে সাগরে পড়ে মোঃ খলিল (৩২) নিহত হয়। সে উক্ত প্রতিষ্ঠানে পিটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক খলিল স্ত্র্যাপ জাহাজে কাজ করার সময় সাগরে পড়ে গুরুতর আহত হয়। এসময় আহত খলিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।