জামালখানে দেয়াল ধসে প্রাণ গেল পথচারীর

জামালখানে দেয়াল ধসে প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামে নগরের জামালখান এলাকায় দেয়াল ধসে জসিম উদ্দিন (৩৩) নামে এক পথচারী মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন রন (৫০) নামের এক ব্যক্তি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল চার দিকে নগরের জামালখানের দাওয়াত ও সিকদার হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত জসিম ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গত ১০ দিন ধরে একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ চলছিল। বিকেল ৪টা নাগাদ ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে ভবন ভাঙার কাজের সুপারভাইজার জসিম উদ্দিন আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভবন মালিক ও ঠিকাদারের গাফিলতির কারণে এমনটা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এছাড়া পরিত্যক্ত ভবনটির মালিকের নাম রতন ভট্টাচার্য বলে জানা গেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ভবনের দেয়াল ধসের ঘটনায় একজনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, দেয়াল ধসের ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা ঘটনাস্থলে আসি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top