১, ৭, ০, ০, ০, ০, ০, ৭, ৫, ১, ১। এগুলো যুব বিশ্বকাপে জাপান দলের ব্যাটসম্যানদের রান সংখ্যা! মঙ্গলবার রাতে জাপানিজদের এভাবেই নাজেহাল করলেন ভারতীয় যুবারা। অবশ্য যতটা ভাবছেন ততটা নির্দয়ও আবার হতে পারেননি তারা। বোলাররা উইকেট নিলেও অতিরিক্ত রান দেওয়ার বেলায় একটু উদার ছিলেন; দিয়েছেন ১৯!
ইনিংসে যা সর্বোচ্চ। তবু টস হেরে আগে ব্যাট করতে নামা জাপান অল আউট হলো ৪১ রানে; ২৩তম ওভারে। মামুলি ৪২ রানের লক্ষ্যমাত্রায় ভারত পৌঁছে গেছে পঞ্চম ওভার শেষ হওয়ার আগেই। তাও আবার কোনো উইকেট না হারিয়েই। ১০ উইকেটের এই জয় ভারতীয়রা পেয়েছে ২৯ বলে! অবিশ্বাস্য বটে। ৬০০ বলের খেলা শেষ হলো ১৬৬ বলে!
কে বলবে এটা বিশ্বকাপের একটা ম্যাচ। খেলা তো নয়, ভারত যেন স্রেফ ক্রিকেটপাঠ করাল জাপানকে। অভাবনীয় জয়ের ম্যাচে সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন রবি বিষ্ণু। আট ওভারে পাঁচ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। ছয় ওভারে দশ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেছেন কার্তিক ত্যাগি। দুই উইকেট গেছে আকাশ সিংয়ের ঝুলিতে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা যুবদলকে হারিয়েছে তারা। কালকের জয়ে টুর্নামেন্টের সুপার লিগ পর্বে উঠে গেল ভারতীয়রা। ভারত গ্রুপপর্বে তাদের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। ম্যাচটা শুধুই নিয়মরক্ষার। কারণ জাপানকে গুঁড়িয়ে ইতোমধ্যে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ভারত।