![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/৮-নং-ওয়ার্ডের-উন্নয়নের-তথ্য-টেবিল-1-757x1024.png)
২০১৫ সালে বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম দায়ীত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত(২০২০) অত্র পৌরসভার ৮ নং ওয়ার্ডে এমজিএসপি,এডিপি ও আইইউআইডিপি প্রকল্পের আওতায় মোট প্রায় সাড়ে ৯ কোটি টাকার উন্নয়ন করেছেন এবং কিছু চলমান উন্নয়ন কাজ বাকি রয়েছে।
এ ব্যাপারে মেয়র বদিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দায়ীত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ২০২১ চ্যালেঞ্জ বাস্তবায়িত করার লক্ষে পৌরসভার যে সকল কাজ খুবই প্রয়োজন এবং দ্রুত করতে হবে সেসব উন্নয়ন কাজে আগে হাত দেই।তারই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর এর চাহিদা মত তাদের ওয়ার্ডের উন্নয়নগুলি দ্রুত করার চেষ্টা করেছি। ৯০% কাজ ইনশাআল্লাহ শেষ করতে পেরেছি আরও কিছু চলমান আছে।আমাদের পৌর ইঞ্জিনিয়ার এর কাছে সব তথ্য আছে। আপনারা জনগনের কাছে সঠিক তথ্য তুলে ধরবেন বলে আমি আশা করি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।
উক্ত ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন আমার ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে আরও কাজ বাকি রয়েছে।আমার এলাকার চাহিদামত উন্নয়ন করতে চেষ্টা করছি। মেয়র মহদয় উন্নয়ন কাজে বেশ আন্তরিক তাই আমাদেরও কাজ করতে কষ্ট হয়নি।আমি ২০১৫ সালে নির্বাচিতো হয়ে দায়ীত্ব নেওয়ার পর থেকে আমার ৮ নং ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় সাড়ে ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি যা আগের সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।
মেয়র ও কাউন্সিলর এর কথার সত্যতা যাচাই করতে আমরা ইঞ্জিনিয়ার এর কাছ থেকে রেকর্ডকৃত তথ্য সংগ্রহ এবং সরেজমিন তদারকি করি।
রেকর্ড অনুযায়ী ২০১৬-২০১৭ অর্থ বছরে এমজিএসপির আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের উন্নয়ন কাজ সমূহ
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-ও-শিবপুর-সড়ক1-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-ও-শিবপুর-সড়ক1-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-ও-শীবপুর-সড়কের-সম্মুখ-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-ও-শীবপুর-সড়কের-সম্মুখ-1024x576.jpg)
১/ ১৪,১০,৩৩৯৳ উত্তর ইদিলপুর এবং দক্ষীণ ইদিলপুর সংযোগ সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-শিবপুর-সড়কে-গাইড-ওয়াল-ও-রিটেইনিং-ওয়াল-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-শিবপুর-সড়কে-গাইড-ওয়াল-ও-রিটেইনিং-ওয়াল-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-শিবপুর-সড়কে-রেলিং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ইদিলপুর-শিবপুর-সড়কে-রেলিং-1024x576.jpg)
২০১৮-১৯ অর্থ বছর
২/ ৮,৫৭,৮৫,৭০৩৳ দক্ষীণ ইদিলপুর ও শিবপুর সড়ক আর সিসি, কার্পেটিং এবং আরসিসি রিটেইনিং ওয়াল দ্বারা উন্নয়ন।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/পরান-পুকুর-সড়ক-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/পরান-পুকুর-সড়ক-৮-নং-1024x576.jpg)
৩/ ৮,২৩,৮০২৳ পরান পুকুর সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।
২০১৮- ২০১৯ অর্থ বছরে
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/মল্লিক-বাড়ি-সড়ক-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/মল্লিক-বাড়ি-সড়ক-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/মল্লীক-বাড়ি-সড়ক-৮-নং-ওয়ার্ড-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/মল্লীক-বাড়ি-সড়ক-৮-নং-ওয়ার্ড-1024x576.jpg)
৪/ ৬,৫৯,১৪৭৳ মল্লিক বাড়ি সড়ক সিসি ও গাইড ওয়াল দ্বারা উন্নয়ন।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/যুবাইদিয়া-মহিলা-মাদরাসা-সড়ক-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/যুবাইদিয়া-মহিলা-মাদরাসা-সড়ক-৮-নং-1024x576.jpg)
৫/ ৬,৪৪,৬৭৭৳ যুবাইদিয়া মহিলা মাদ্রাসার সীমানা প্রাচির নির্মাণ।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/চাঁন-মিয়া-বলি-জামে-মসজিদ-সড়ক-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/চাঁন-মিয়া-বলি-জামে-মসজিদ-সড়ক-৮-নং-1024x576.jpg)
৬/ ৭,৩৬,২১৬৳ চান মিয়া বলী মসজিদ সড়ক সিসি দ্বারা উন্নয়ন।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ভুইঁয়া-পুকুর-সড়ক-৮-নং-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/ভুইঁয়া-পুকুর-সড়ক-৮-নং-1024x576.jpg)
৭/ ১০,২৮,৫৮০৳ ভুইঁয়া পুকুর সড়ক সিসি দ্বারা উন্নয়ন ও আফাজ উল্লাহ সড়ক সিসি দ্বারা উন্নয়ন।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/IMG-20200830-WA0020-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/IMG-20200830-WA0020-1024x576.jpg)
৮/ ৮,৬৪,৭৩৪৳ পাল পাড়া সড়ক সিসি দ্বারা উন্নয়ন চলমান।
২০১৬-২০১৭ অর্থ বছরে এডিপিADP আওতায়
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/পুরাতন-যুবাইদিয়া-মহিলা-মাদরাসা-সড়ক-৮-নং1-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/পুরাতন-যুবাইদিয়া-মহিলা-মাদরাসা-সড়ক-৮-নং1-1024x576.jpg)
২০১৬-১৭ ও ২০১৮-১৯ IUIDP এর আওতায়
৯/ ৬,২৬,৬২৩৳ যুবাইদিয়া মহিলা মাদ্রাসা সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/পুরাতন-যুবাইদিয়া-মহিলা-মাদরাসা-সড়ক-৮-নং-1-1024x576.jpg)
![](https://sitakundabarta.com/wp-content/uploads/2020/11/পুরাতন-যুবাইদিয়া-মহিলা-মাদরাসা-সড়ক-৮-নং-1-1024x576.jpg)
১০/ ৮,০৮,০৪৭৳ পুরাতন যুবাইদিয়া মহিলা মাদ্রাসার সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র বদিউল আলম ও ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান জনগনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান এবং এলাকার উন্নয়নে সহযোগীতা ও দোয়া চান।
বিস্তারিত দেখুন ভিডিওতেঃ