জনদূর্ভোগ লাঘবে বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম-২ নং ওয়ার্ড, সীতাকুণ্ড পৌরসভা

শিরিন শারমিন:-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহিতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ( এম.জি.এস.পি,ADP, IUIDP)কাজের অগ্রগতি ও চলমান বিষয় নিয়ে সীতাকুণ্ড বার্তার বিশেষ প্রতিবেদন “উন্নয়নে পৌরসভা “ও “উন্নয়নে ইউনিয়ন পরিষদ”। বর্তমান সরকারের নির্বাচিতো সীতাকুণ্ডের পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দ কি কি উন্নয়ন কাজ করেছেন এবং কি কি কাজ চলমান,প্রকৃতো বাজেট কত? এসব জানা জনগনের নৈতিক দায়ীত্ব। আমরা সেই সব তথ্য আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা করেছি

 তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্ব “উন্নয়নে সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম” ২ নং ওয়ার্ড

২০১৫ সালে বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম দায়ীত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত(২০২০) অত্র পৌরসভার ২ নং ওয়ার্ডে এমজিএসপি,এডিপি ও আইইউআইডিপি প্রকল্পের আওতায় মোট প্রায় ১৫ কেটি টাকার উন্নয়ন করেছেন এবং কিছু চলমান উন্নয়ন কাজ বাকি রয়েছে।

এ ব্যাপারে মেয়র বদিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দায়ীত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ২০২১ চ্যালেঞ্জ বাস্তবায়িত করার লক্ষে পৌরসভার যে সকল কাজ খুবই প্রয়োজন এবং দ্রুত করতে হবে সেসব উন্নয়ন কাজে আগে হাত দেই।তারই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর এর চাহিদা মত তাদের ওয়ার্ডের উন্নয়নগুলি দ্রুত করার চেষ্টা করেছি। ৯০% কাজ ইনশাআল্লাহ শেষ করতে পেরেছি আরও কিছু চলমান আছে।আমাদের পৌর ইঞ্জিনিয়ার এর কাছে সব তথ্য আছে। আপনারা জনগনের কাছে সঠিক তথ্য তুলে ধরবেন বলে আমি আশা করি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

উক্ত ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাইমুন উদ্দীন মামুন বলেন আমার ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে আরও কাজ বাকি রয়েছে।আমার এলাকার চাহিদামত উন্নয়ন করতে চেষ্টা করছি। মেয়র মহদয় উন্নয়ন কাজে বেশ আন্তরিক তাই আমাদেরও কাজ করতে কষ্ট হয়নি।আমি ২০১৫ সালে পুনরায় নির্বাচিতো হয়ে দায়ীত্ব নেওয়ার পর থেকে আমার ২ নং ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি যা আগের সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।

মেয়র ও কাউন্সিলর এর কথার সত্যতা যাচাই করতে আমরা ইঞ্জিনিয়ার এর কাছ থেকে রেকর্ডকৃত তথ্য সংগ্রহ করি।

রেকর্ড অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থ বছরে এমজিএসপির আওতায় পৌরসভার ২নং ওয়ার্ডের উন্নয়ন কাজ সমূহ

১/ ৭,৫১,১৭৬ টাকায় ভাণ্ডারী সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।

২/ ১২,৭৮,৬৫৭ টাকায় উত্তর মহাদেবপুর সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।

চিত্রঃ শেখপাড়া পোল্ট্রি ফারম সংযোগ সড়ক ২ নং ওয়ার্ডে

৩/ ৩,৯৮,১৭০ টাকায় শেখ পাড়া ও পোল্ট্রি ফারম সংযোগ সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।

২০১৭- ২০১৮ অর্থ বছরে

৪/ ১০,৪৮,২৩৮ টাকায় পন্থিসিলা দিঘীর পাড়া সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৫/ ৩১,১৫,৪৯৮.১৭ টাকায় পন্থিসিলা ঢালা সড়ক আর সি সি ও ব্রিক গাইড ওয়াল দ্বারা উন্নয়ন।

২০১৮-২০১৯ অর্থ বছরে

৬/ ১২,৮৩,৫৩২টাকায় শেখপাড়া উত্তর সড়ক সি সি দ্বারা উন্নয়ন।

৭/ ১৫,৬৩,১৮২ টাকায় পরান পুকুর সড়ক অবশিষ্টাংশ, দিঘীর পাড়া সড়ক অবশিষ্টাংশ কার্পেটিং দ্বারা উন্নয়ন ও তাঁতি বাড়ি সড়ক সি সি দ্বারা উন্নয়ন।

**এডিপি এর আওতায় ২০১৯–২০২০ অর্থ বছরে

৮/ ৯,৪৬,৯২৩ টাকায় পন্থিসিলা মাদ্রাসা সড়ক সি সি দ্বারা উন্নয়ন ও পন্থিসিলা বড়ুয়া বাড়ি সড়ক ব্রিক সলিং দ্বারা উন্নয়ন।

৯/ ১০,২০,১৬৬ টাকায় পন্থিসিলা আলী আহমেদ বাড়ি সড়ক সি সি দ্বারা উন্নয়ন কাজ চলমান।

**IUIDP আওতায় ১১/ ৭,৫০,০০০ টাকায় হাজ্বী পাড়া দক্ষীন সড়ক আর সি সি দ্বারা উন্নয়ণ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র বদিউল আলম ও ওয়ার্ড কাউন্সিলর মাইমুন উদ্দীন মামুন জনগনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান এবং এলাকার উন্নয়নে সহযোগীতা ও দোয়া চান।

ভিডিও নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top