জংগল সলিমপুরে দেড় ঘণ্টা পর ছাড়া পেলেন ‘অবরুদ্ধ’ ডিসি-এসপি-সাংবাদিক

জংগল সলিমপুরে দেড় ঘণ্টা পর ছাড়া পেলেন ‘অবরুদ্ধ’ ডিসি-এসপি-সাংবাদিক

প্রায় দেড় ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২ আগস্ট) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে মানবপ্রাচীর তৈরি করে তাদের আটকে রাখে দখলদাররা।

পরে ওই এলাকার বাসিন্দার বুঝিয়ে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্‌থলে র‌্যাবের টিম পৌঁছালে পথ ছেড়ে সরে দাঁড়ায় অবৈধ দখলদাররা।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

সেখানে ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড মো. আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুন্ড সার্কেল আশরাফুল করিম, অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *