‘ছয় মাসে বন্ধ হয়েছে ৬৯ গার্মেন্টস কারখানা’

দেশের গার্মেন্টস খাত বর্তমানে সংকটের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি কমে গেছে পূর্বের অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৬৪ শতাংশ। এ খাতের নানামুখী চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে ৬৯টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে নতুন করে ৫৩টি কারখানা চালু হয়েছে বলেও জানিয়ে তিনি বলেন, আমরা অনেকে না বুঝে এ ব্যবসায় চলে এসেছি বা আসছি।

অবশ্য গার্মেন্টস খাতের এ সংকট দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যিনি নিজেও একজন গার্মেন্টস উদ্যোক্তা। তিনি বলেন, আমাদের টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য সরকার সহযোগিতা করে যাচ্ছে। গতকাল বুধবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্টসের এক্সেসরিজের বিভিন্ন যন্ত্রপাতি, কেমিক্যাল ও প্রযুক্তির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড ইন্টারন্যাশনাল যৌথভাবে ঐ প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top